প্রথমে এভাবে ভিডিও করেছি |
দু বছর আগের কথা। আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম ইন্টারনেট থেকে আয় করবো। কারন অনেকেই বলে শুনি ইন্টারনেট থেকে আয় করা যায়। কিন্তু আশপাশে তখন এমন কেউ ছিলনা। যাদের কাছ থেকে আমি পরামর্শ নিতে পারি। তখন ইউটিউবে সার্চ দিলাম। কিভাবে ইন্টারনেট থেকে আয় করা যায়। তখন অনেক রকম ভিডিও আসলো। সকল ভিডিও দেখে সিদ্ধান্ত নিলাম। অ্যাপস তৈরি করব। সেই থেকে যাত্রা শুরু। এক মাসে দুইটা অ্যাপ তৈরি করলাম। অ্যাপস পাবলিশ করতে প্লে স্টোরে 100 ডলার প্রয়োজন হয়। তখন চিন্তা করলাম এত কষ্ট করে কাজ শিখলাম। এখন আবার 100 ডলার দিয়ে অ্যাপস পাবলিস্ট করতে হবে। যদি ইনকাম না হয় তখন থামিয়ে দিলাম। পরে আবার চিন্তা করে ওয়েবসাইট তৈরীর কাজ শিখলাম। ওয়েবসাইটের কাজ শিখার পর। নিজের নামে একটি ওয়েব সাইট খুললাম। এখানেও আবার সমস্যা। ডোমেইন হোস্টিং কিনতে টাকার প্রয়োজন। তখন আবার চিন্তা করলাম টাকা খরচ করব আবার। তখন হঠাৎ করে চিন্তা করলাম আবার। টাকা খরচ করা ছাড়া কিভাবে ইনকাম করা যায়। তখন দেখি ইউটিউব এর মাধ্যমে ইনকাম করা যায়। এখানে কোন টাকার খরচের প্রয়োজন হয় না। সে থেকে ইউটিউবে ভিডিও দেওয়া শুরু হলো। প্রথমে ভেবেছিলাম ইউটিউব এর হতো জার্নিটা সহজ । কিন্তু না অতটা সহজ নয়। প্রথমদিকে ভিডিও ছাড়লে ভিউ হলো 10 15 20 টা।
কিন্তু থামিনি আর কত পরিবর্তন করবো লক্ষ। সেই জন্য ভিডিও দিয়েছি প্রতিনিয়ত। কারন ইউটিউব দিয়ে অনেক মানুষ আছে যারা সফল। আমিও এক দিন সফল হবো এই কথা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করেছি । এই সপ্ন টা আমাকে ঘুমাতে দেয় নি দীর্ঘ দুই বছর। আজ আমি সফল। ইউটিউব এর প্রথম পেমেন্ট আমি হাতে পেয়েছি। তা কেমন প্রেমেন্ট পেয়েছি তা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমার আনন্দের অনুভুতি টা আপনাদের কে বলে বোঝাতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সামনের দিনগুলোতে আরো ভালো কিছু করতে পারি।
0 মন্তব্যসমূহ